ভেন্যু সংকটে কুস্তি ফেডারেশন

প্রথম নিউজ, অনলাইন: ভেন্যু সংকটের সমাধান না হলে আসন্ন তিন গেমসে অংশ নেবে না কুস্তি ফেডারেশন। রোববার যুগান্তরকে একথা জানিয়েছেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি ব্রি. জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার।
তিনি বলেন, ‘১৫ জুলাইয়ের মধ্যে ভেন্যু না পেলে গেমসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত একপ্রকার নিয়ে রেখেছি আমরা।’
ফুটবল-ক্রিকেট ছাড়া দেশের অন্য সব ফেডারেশনে আর্থিক ও অবকাঠামো সংকট রয়েছে। এক ভেন্যু একাধিক ক্রীড়া ফেডারেশন ভাগাভাগি করে। ভেন্যুগুলো জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। আন্তর্জাতিক গেমসে সরকার প্রশিক্ষণ ও অংশগ্রহণের জন্য আর্থিক সহায়তা দেয়। জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে প্রশিক্ষণের জন্য অর্থ দেবে আসন্ন তিন গেমসের জন্য।
প্রশিক্ষণের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদ নিলেও আন্তর্জাতিক আসরে দল পাঠানোর দায়িত্ব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। ২০২৫-২০২৬ অর্থবছরে আন্তর্জাতিক পর্যায়ে তিনটি মাল্টি গেমসে অংশ নেবে বাংলাদেশ।
আগামী বছরের ২৩-৩১ জানুয়ারি পাকিস্তান এসএ গেমসে ২৬টি ডিসিপ্লিনে, এ বছর ২২-৩১ অক্টোবর বাহরাইনে তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমসে ১৩টি ডিসিপ্লিনে এবং ৭-২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে বাংলাদেশ অংশ নেবে।
এই তিনটি গেমসে অংশ নেওয়ার কথা রয়েছে কুস্তিগীরদের। কিন্তু ভেন্যু সংকট তাদের অন্য কিছু ভাবতে বাধ্য করছে। ২০১৬ গুয়াহাটি এসএ গেমসে তিনটি রুপা ও সাতটি ব্রোঞ্জ এবং ২০১৯ নেপাল এসএ গেমসে দুটি রুপা ও সাতটি ব্রোঞ্জপদক জিতেছিলেন লাল-সবুজের কুস্তিগীররা।
ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জ জিতেছেন সাবেক দেশসেরা নারী কুস্তিগীর শিরিন সুলতানা। ভেন্যু সংকট নিয়ে সভাপতি ফখরুদ্দিন হায়দার বলেন, ‘গত তিন বছর কোনো আন্তর্জাতিক গেমসে অংশ নিতে পারেনি কুস্তিগীররা। এ সময় তাদের স্ট্যামিনা কোথায় গিয়ে ঠেকেছে, তা বলার অপেক্ষা রাখে না। অন্তত তিন থেকে চার মাস আগে অনুশীলনের জন্য সময় না পেলে গেমসে গিয়ে কী লাভ? না আসবে ফল, না হবে কুস্তিগীরদের উন্নতি।’
সভাপতি যোগ করেন, ‘গত ১৫ মে অনুশীলন শুরু করার জন্য আমরা ভেন্যু চেয়েছিলাম। কিন্তু পাইনি। অথচ, ক্রীড়া পরিষদ টাওয়ারে অনেক ফ্লোর খালি পড়ে রয়েছে। এবার আমরা ১৫ জুলাইয়ের মধ্যে ভেন্যু চেয়েছি। না পেলে গেমসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সভা সূত্রে জানা গেছে, শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। কুস্তির ভেন্যু সংকট সমাধানে তিনি আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে/