ইসরায়েলে ঢুকে পড়েছেন হামাসের যোদ্ধারা

ইসরায়েলে ঢুকে পড়েছেন হামাসের যোদ্ধারা

প্রথম নিউজ, ডেস্ক : ফিলিস্তিনের ইসলামপন্থি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপের পর যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে ইসরায়েল। শনিবার ভোরের দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে হামাস। এতে এখন পর্যন্ত অন্তত এক ইসরায়েলি নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে।

গত কয়েক মাস ধরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বৃদ্ধির পর শনিবার ওই হামলা শুরু করেছে হামাস। হামলার পাশাপাশি হামাসের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক শহরে ঢুকে পড়েছেন। গাজা উপত্যকার ক্ষমতাসীন এই গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা মোটরসাইকেল, এসইউভি ও প্যারাগ্লাইডার ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করেছেন; যা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে প্রবেশ করেছেন হামাসের যোদ্ধারা। এ সময় গাড়ি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ইসরায়েলি বেসামরিকদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায় তাদের।