ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে : খালেক
মঙ্গলবার (২৩ মে) রাতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, খুলনা: খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেছেন, বিএনপি-জামায়াত গণতন্ত্র নস্যাৎ করার লক্ষ্যে বিদেশিদের দ্বারস্থ হচ্ছে। দেশের মানুষ ভোটের মাধ্যমে যাতে তাদের অভিমত ব্যক্ত করতে না পারে সেজন্য ভোটারদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তারা দেশকে মহাসংকটের দিকে ঠেলে দিচ্ছে।
মঙ্গলবার (২৩ মে) রাতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৬০ থেকে ৭০ শতাংশ ভোটারের উপস্থিতি নিশ্চিত করাতে হবে। বিএনপি দেশকে যে অবস্থানে নিতে চায়, সেই প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপির সৃষ্ট সংকটের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অ্যাডভোকেট রজব আলী সরদার, অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. আশরাফুল ইসলাম, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, অ্যাডভোকেট অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা প্রমুখ।