Ad0111

চতুর্থ ধাপে ইউপি ভোট : আ.লীগ ৩৯৬, স্বতন্ত্র ৩৯০ জন জয়ী

এছাড়া ইসলামী আন্দোলন ২, জাকের পার্টি ১, জাতীয় পার্টি-জাপা ৬, জাতীয় পার্টি’র ১ জন জয় পেয়েছেন।

চতুর্থ ধাপে ইউপি ভোট : আ.লীগ ৩৯৬, স্বতন্ত্র ৩৯০ জন জয়ী

প্রথম নিউজ, ঢাকা: চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটে আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ ধাপে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে ৩৯৬ জন জয়ী হয়েছেন। অন্যদিকে ৩৯০ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এ ধাপে ৮৩৬টি ইউপিতে ভোটগ্রহণ হয়েছে। ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম-সচিব) আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ইসিতে ৭৯৬টি ইউপির ফলাফলের তথ্য এসেছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৩৯৬ জন প্রার্থী জয় পেয়েছেন, যা মোট ইউপি’র ৪৯ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন ৩৯০ ইউপিতে, যা মোট ইউপির ৪৮ দশমিক ৯৯ শতাংশ। এছাড়া ইসলামী আন্দোলন ২, জাকের পার্টি ১, জাতীয় পার্টি-জাপা ৬, জাতীয় পার্টি’র ১ জন জয় পেয়েছেন।

এর আগে তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৫২৫টিতে, অপরদিকে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছে ৪৪৬টিতে। গড় হিসাব করলে দেখা যায়, ওই ধাপে নৌকা প্রতীকে ৫২.৯২ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৪৪.৯৬ শতাংশ ইউপিতে জয় পান। এছাড়া জাতীয় পার্টি ১৭টি, ১টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। তৃতীয় ধাপে ১০০৮টি ইউপিতে ভোটগ্রহণ হয়েছিল।

তার আগে ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ৮৩৪টি ইউপির মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পান ৪৮৬টিতে। আর ৩৩০টিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পান। জাতীয় পার্টির প্রার্থীরা ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পান, এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা ৪টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পান। আবার জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মসলিশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি করে ইউপিতে চেয়ারম্যান পদে জয় পান।

গত ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের প্রথম অংশে অনুষ্ঠিত নির্বাচনে ২০৪টি ইউপির মধ্যে ১৪৮টি ইউপিতে আওয়ামী লীগ জয় পায়। স্বতন্ত্র প্রার্থীরা জয় পান ৪৯টিতে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ জয় পেয়েছে ১ ইউপিতে, যা মোট ইউপির দশমিক ৪৯ শতাংশ। জাতীয় পার্টি-জেপি ও জাতীয় পার্টি-জাপা জয় পেয়েছে ৩টি করে। এ পর্যন্ত চার ধাপের ইউপি ভোট সম্পন্ন হয়েছে। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭টি ও ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে ভোটগ্রহণ করবে ইসি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news