টেকনাফে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে
প্রথম নিউজ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকালে বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃতেরা হলেন- বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়া সোনালীর ছেলে রহমত উল্লাহ (৩৪) ও একই ইউনিয়নের বাইন্যা পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ধইল্যা (২০)।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ১১টার দিকে রহমত উল্লাহ পানের বরজে কাজ করতে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। এরই এক পর্যায়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাহারছড়া ইউনিয়নের বাইন্যা পাড়ার বাসিন্দা মুজিব উল্লাহ জানান, সকাল ১০টার দিকে সাগর পাড়ে ঘুরতে গিয়ে বজ্রাঘাতে ধইল্যা আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, সকাল ১১টার দিকে বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়। এছাড় ঝড়ো হাওয়ায় অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে।
টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম জানান, বাহারছড়া ইউনিয়নের দুজনের মৃত্যুর সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।