বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন
সকাল ৯টা থেকে রাত পর্যন্ত উপজেলার আমখোলা ইউনিয়নের চর আমখোলার ১ নং ওয়ার্ড এলাকায় অনশন করেন ওই তরুণী।
প্রথম নিউজ,পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় বিয়ের দাবিতে রাজিব হাওলাদার (২২) নামে এক যুবকের বাড়িতে এক তরুণী অনশন করছেন। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত পর্যন্ত উপজেলার আমখোলা ইউনিয়নের চর আমখোলার ১ নং ওয়ার্ড এলাকায় অনশন করেন ওই তরুণী।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আমখোলা ইউনিয়নের চর আমখোলার ১ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল রাজ্জাক হাওলাদারের ছেলে রাজিবের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দিয়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। তাই বিয়ের দাবিতে ওই যুবকের বাড়িতে অনশন করছেন তরুণী।
স্থানীয়রা জানায়, পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের এসি পদে দায়িত্বরত মো. মাসুদ খাঁনের সহকারী রাজিব। ওই তরুণী সকাল থেকে রাজিবের বাড়িতে অনশনে রয়েছে। মেয়েটা যেন তার যোগ্য অধিকার পায়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। নারী সংক্রান্ত বিষয় হওয়ায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: