বায়ুদূষণে আজ চতুর্থ ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে আজ চতুর্থ ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

প্রথম নিউজ, অনলাইন:   বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৯৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

এদিন বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ভারতের শহর দিল্লিতে (২৯৭)।
তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (২২৭) ও পাকিস্তানের লাহোর (২০৫)। এ সময় শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

আজ সকাল ৯টায় ঢাকার তিন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এগুলো হলো— সাভারের হেমায়েতপুর (২৫৪), ইস্টার্ন হাউজিং (২৫১), ঢাকার মার্কিন দূতাবাস (২০৮) এলাকা।
দূষণের তালিকায় এর পরেই রয়েছে কল্যাণপুর (১৯৯), মাদানি এভিনিউ (১৯৭), শান্তা ফোরাম (১৯৭), গুলশান লেক পার্ক (১৯৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৯১), আইসিডিডিআরবি (১৮৬), পশ্চিম নাখালপাড়া (১৮১) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।