বড়শিতে ধরা পড়ল ৬২ কেজির বাগাড়!

বড়শিতে ধরা পড়ল  ৬২ কেজির বাগাড়!
বড়শিতে ধরা পড়ল ৬২ কেজির বাগাড়!

প্রথম নিউজ, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বড়শিতে ধরা পড়ল ৬২ কেজির বাগাড় মাছ। মাছটি প্রায় এক লাখ টাকায় বিক্রি হয়েছে। তবে এত বড় মাছ বড়শিতে শিকার করা বিরল ঘটনা। এই মাছ হাতবদল হয়ে চলে আসে নাগেশ্বরী উপজেলায়। সেটা বাজারে নিয়ে এলে মাছটি দেখার জন্য মানুষের ভিড় জমে। শুক্রবার সকালে নাগেশ্বরী পৌরবাজারে এক হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কেটে বিক্রি করা হয়। মাছ ব্যবসায়ী হানিফ জানান, চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকালে বড়শিতে মাছ ধরেছেন এক স্থানীয় জেলে। তার কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনে এনেছেন নাগেশ্বরীতে। দাম বেশি তাই ক্রেতা কম। শুক্রবার সকালে পৌরবাজারে মাছটি কেটে ১৬০০ টাকা কেজি দরে বিক্রি করি। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়। এতে অনেক খরচ পড়েছে। লোকজন খাটাতে হয়েছে। তার পরও লাভ থাকবে। এত বড় মাছ সবসময় পাওয়া যায় না।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় জানান, এ ধরনের বড় মাছ ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝে মাঝেই বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরার খবর আসে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom