বাড়ছে বিদ্যুতের মিটার ও সুইচ-সকেটের দাম

বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাড়ছে বিদ্যুতের মিটার ও সুইচ-সকেটের দাম

প্রথম নিউজ, অনলাইন: আগামী অর্থবছরে বৈদ্যুতিক মিটার ও সুইচ-সকেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের ক্ষেত্রে সাধারণ কিলোওয়াট মিটার ও প্রি-পেইড কিলোওয়াট আওয়ার মিটারের শুল্কহার সমান নয়। এ বিবেচনায় প্রি-পেইড কিলোওয়াট আওয়ার মিটার ও অন্যান্য ইলেকট্রিক মিটারের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ অর্থাৎ সাধারণ মিটারের সমান করার প্রস্তাব করেন তিনি। এ ছাড়া প্রি-পেইড কিলোওয়াট মিটার পার্টস ও অন্যান্য ইলেকট্রিক মিটার পার্টসের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এতে বাড়বে বৈদ্যুতিক মিটারের দাম।

বাড়ানো হতে পারে বিদ্যুতের সুইচ-সকেটের দাম। দেশে বিদ্যুতের সুইচ-সকেট উৎপাদিত হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তৈরি সুইচ-সকেটের ন্যূনতম আমদানি মূল্য প্রকৃত আন্তর্জাতিক মূল্যের চেয়ে কম নির্ধারিত থাকায় স্থানীয় শিল্প অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এ কারণে সুইচ-সকেটের পার্টসের প্রতি কেজির ন্যূনতম মূল্য সাড়ে ৪ ডলার থেকে বাড়িয়ে ৬ ডলার, সুইচের ন্যূনতম মূল্য ৬ ডলার থেকে বাড়িয়ে ৮ ডলার এবং সকেটের ন্যূনতম মূল্য ৫ ডলার থেকে বাড়িয়ে ৮ ডলার নির্ধারণ করেন অর্থমন্ত্রী।