বিশ্বকাপ ফাইনালের সেই গ্লাভস যত টাকা বিক্রয় করলেন মার্টিনেজ
কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের সময় এমিলিয়ানো মার্টিনেজের হাতে থাকা গ্লাভস জোড়া এবার নিলামে বিক্রি করা হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের সময় এমিলিয়ানো মার্টিনেজের হাতে থাকা গ্লাভস জোড়া এবার নিলামে বিক্রি করা হয়েছে। ক্যানসার আক্রান্ত শিশুদের সহায়তায় ‘গোল্ডেন গ্লাভসজয়ী মার্টিনেজ তার হাতের মূল্যবান ও স্মৃতিময় গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন।
শুক্রবার মার্তিনেজের গ্লাভস নিলামে ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা। এই অর্থ পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ড।
নিলামের সময় মার্টিনেজ বলেছেন, ‘বিশ্বকাপের গ্লাভস দান করে সাহায্যের সুযোগ পাওয়ায় আর দ্বিধা করিনি। কারণ এতে বাচ্চাদের উপকার হবে।’
গত ফেব্রুয়ারিতে গ্লাভস জোড়া নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মার্টিনেজ। তখন সেই গ্লাভসে অটোগ্রাফও দেন।
মার্টিনেজ আরও বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল তো আর প্রতিদিন হয় না, তাই গ্লাভস জোড়া বিশেষ কিছু। কিন্তু আমার ঘরে এটা ঝুলে থাকার চেয়ে শিশুদের বেশি সাহায্য করবে সেটিই ভালো।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: