বিশ্বকাপের মাঝে অবসরের ঘোষণা আসগর আফগানের

বিশ্বকাপের মাঝে অবসরের ঘোষণা আসগর আফগানের

প্রথম নিউজ, ডেস্ক : বিশ্বকাপের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন আসগর আফগান। সুপার টুয়েলভে নামিবিয়ার বিপক্ষেই ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন আফগানিস্তানের এই অভিজ্ঞ ক্রিকেটার। গতকাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন আসগর।
সাবেক অধিনায়ক আসগর আফগানের অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটে আসরের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা। এক টুইট বার্তায় এসিবি বলে, ‘আমরা তার (আসগর আফগানের) সিদ্ধান্তকে সম্মান ও স্বাগত জানাই। আফগান ক্রিকেটে তার অসামান্য অবদানের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার শূন্যস্থান পূরণ হওয়া সহজ নয়।’
নাম ছিল আসগর স্ট্যানিকজাই। পরে দেশের নামের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন আসগর আফগান।
তার হাত ধরেই শূন্য থেকে শিখরে উঠেছে আফগানিস্তান ক্রিকেট।
২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন আসগর। অভিষেকের পর অর্ধেকেরও বেশি সময় অধিনায়ক ছিলেন তিনি। এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলে ৪৪০ রান করেছেন তিনি। ১১৪ ওয়ানডে ম্যাচে ১০৮ ইনিংসে ২৪.৭৩ গড়ে ২৪২৪ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ৬৬.৭৭।
নামিবিয়া ম্যাচের আগ পর্যন্ত মোট ৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন আসগর আফগান। ৬৭ ইনিংসে ২১.৭৯ গড়ে করেছেন ১৩৫১ রান, স্ট্রাইক রেট ১১০.৩৭।
আফগানিস্তানের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচেও অধিনায়ক ছিলেন আসগর আফগান। ২০১৮ সালের ১৪ই জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের ঐতিহ্যবাদী সংস্করণে সামিল হয় আফগান ক্রিকেট। আসগরের নেতৃত্বে আফগানিস্তান চারটি টেস্ট খেলে দুটি করে জয় ও পরাজয় দেখেছে। আফগানিস্তানের হয়ে টেস্টের একমাত্র সেঞ্চুরিটিও করেছেন আসগর।
টি-টোয়েন্টিতে আসগর আফগানের রয়েছে চারটি হাফসেঞ্চুরি। আর ওয়ানডেতে একটি সেঞ্চুরি।
অধিনায়ক হিসেবে সর্বশেষ ম্যাচ খেলেছেন চলতি বছরের মার্চে। গত ২০শে মার্চ আবুধাবিদে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজেজর তৃতীয় ম্যাচটি ছিল অধিনায়ক হিসেবে আসগরের শেষ ম্যাচ। শেষ ম্যাচ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল আসগর আফগানের আফগানিস্তান।