বাংলাদেশী চারুশিল্পী সংসদের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশী চারুশিল্পী সংসদের আহবায়ক কমিটি গঠন

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশী চারুশিল্পী সংসদের শিল্পীদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে ৫ জনের সমন্বয়ে একটি আহবায়ক কমিটি করা হয়।

উপস্থিত শিল্পীদের মতামতের ভিত্তিতে কমিটিতে শিল্পী ডঃ আব্দুস সাত্তারকে আহবায়ক এবং শিল্পী রুস্তম আলী প্রামানিক, শিল্পী ইকবাল হোসেন শানু, শিল্পী ম. হামিদুল হক মানিক ও শিল্পী ইসরাফিল রতনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

উপস্থিত শিল্পীদের একাংশ - আনোয়ার হোসেন জনি।

সভায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং জাতীয়তাবাদী আদর্শের সকল শিল্পীদের সমন্বয়ের মাধ্যমে আগামী তিনমাসের মধ্যে একটি পূণাঙ্গ কমিটি গঠনের উপর জোড় দেয়া হয় এবং আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। 

সভায় উপস্থিত ছিলেন ড. শেখ মনির উদ্দিন জুয়েল, দেবাশীষ পাল, ড. আব্দুস সুবহান হীরা, আব্দুল আজিজ, ড. আজহারুল ইসলাম চঞ্চল, মোহাম্মদ আলী পাপ্পু, রোকনুজ্জামান বাবু, মেহেদি কামাল, শহিদুল ইসলাম, ড. মফিদুল আলম খান, সঞ্জয় দে, আনোয়ার হোসেন জনি ও আলী আহসান নিশানসহ প্রমুখ।