খালেদা জিয়ার অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ঢাবি ছাত্রদলের অভিনন্দন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘মাদার অব ডেমোক্রেসি’ ও ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ড প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘মাদার অব ডেমোক্রেসি’ ও ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ড প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার রাত ৮টায় ঢাবি শাখা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমানউল্লাহ আমান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে খালেদা জিয়াকে অভিনন্দন জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ২০১৮ সালের ‘মাদার অব ডেমোক্রেসি' এবং ২০১৯ সালের ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। অ্যাওয়ার্ড দুটি আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হস্তান্তর করা হবে। অ্যাওয়ার্ড প্রদানের জন্য কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিবৃতিতে আরো বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য এবং গণ মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন। চলমান অবৈধ সরকারের নির্মম নিপীড়ন সহ্য করেও খালেদা জিয়া বাংলাদেশের শোষিত মানুষের মুক্তি এবং সকলের সমান অধিকারের জন্য যে ত্যাগ স্বীকার করে চলেছেন সেই ত্যাগ তাকে বিশ্ববিপ্লবীর মর্যাদায় আসীন করেছে। এই অ্যাওয়ার্ড প্রাপ্তি যার যথার্থ প্রমাণ। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা খালেদা জিয়ার এই প্রাপ্তিকে বাংলাদেশের অর্জন বলে মনে করে এবং বিশ্বাস করে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য এই বিশ্ব স্বীকৃতি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে মুক্তিকামী জনগণকে উজ্জীবিত করবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: