হুথিদের নিয়ে ইরানকে সতর্ক করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রথম নিউজ, অনলাইন:মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার ইরানকে সতর্ক করে বলেছেন, হুথিদের সমর্থন করার জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এখন পর্যন্ত উপসাগরীয় রাষ্ট্র ওমানের মধ্যস্থতায় তিন দফা পরোক্ষ আলোচনা করেছে। আলোচনার লক্ষ্য এমন একটি চুক্তি স্বাক্ষর করা যা তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে এবং ওয়াশিংটন কর্তৃক আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলিও তুলে নেবে। শনিবার রোমে দুই পক্ষ পুনরায় বৈঠকে বসবে।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হেগসেথ লেখেন,‘ইরানের প্রতি বার্তা: হুথিদের প্রতি আপনার প্রাণঘাতী সমর্থন আমরা দেখতে পাচ্ছি। আমরা ঠিক জানি আপনারা কী করছেন।’
তিনি লেখেন,‘আপনি খুব ভালো করেই জানেন যে মার্কিন সামরিক বাহিনী কী করতে সক্ষম - এবং আপনাকে সতর্ক করা হয়েছিল। আমাদের নির্দিষ্ট সময় এবং স্থানে আপনাকে এর ফল ভোগ করতে হবে।’
হেগসেথ তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে ও মার্চ মাসে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের একটি বার্তা পুনরায় পোস্ট করেছিলেন যেখানে
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি হুথি গোষ্ঠীর পরিচালিত যেকোনো আক্রমণের জন্য ইরানকে দায়ী করবেন।
যদিও ইরানের নেতা পূর্বে বলেছেন, ইয়েমেনের হুথিরা স্বাধীনভাবে কাজ করে।
এই গোষ্ঠীটি উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণ করে এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে জাহাজ চলাচলে হামলা চালিয়ে আসছে।