সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল
 প্রথম নিউজ, অনলাইন: মহান মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ব ঘোষিত সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনে দলটির নেতাকর্মীদের ঢল লক্ষ করা গেছে। বৃহস্পতিবার (১ মে) সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল ১১টা থেকেই ঢাকা এবং এর আশপাশের জেলার বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে। 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ। সমাবেশে এই মুহূর্তে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করছেন। সমাবেশকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা।