ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজ গ্রেপ্তার
রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা শহরের টি এ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা শহরের টি এ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শিমরাইলকান্দি এলাকার বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের টি এ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালের নাশকতায় মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া আরও ১২টি মামলার আসামি তিনি। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।