ব্যক্তিগত বিমানে কাতার ছাড়লেন রোনালদো

ব্যক্তিগত বিমানে কাতার ছাড়লেন রোনালদো
ব্যক্তিগত বিমানে কাতার ছাড়লেন রোনালদো

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে কাতার ছাড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর চোখের জলে মাঠ ছাড়েন রোনালদো। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপেও খালি হাতে ফিরতে হলো তাকে। বিশ্বকাপ শেষ হওয়ার পর কিছুটা সময় দোহায় কাটিয়ে দেশে ফিরলেন রোনালদো। সোমবার সকালে দোহা থেকে বিশেষ জেটে পর্তুগালের উদ্দেশে রওনা দেন তিনি। সতীর্থদের সঙ্গে নয়, রোনালদো ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে লিসবনের উদ্দেশে উড়ে গেলেন। কাতারে গ্রুপ পর্বের তিনটি ম্যাচে শুরুর একাদশে থাকলেও প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রায় পুরোটা সময় রিজার্ভ বেঞ্চে কাটান রোনালদো।

কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে বদলি হিসেবে ৫১ মিনিটে মাঠে নামেন তিনি। মরক্কো ম্যাচে গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিবাদে জড়িয়ে মৌসুমের মাঝপথে চুক্তি বাতিল করায় সিআরসেভেন আপাতত বিশ্রামে থাকবেন। এরপর তাকে কোন ক্লাবে দেখা যাবে সেটা হয়তো জানা যাবে কিছু দিনের মধ্যে।
 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom