বুধবার থেকে পাওয়া যাবে টি-২০ সিরিজের টিকিট

৩ মার্চ বৃহস্পতিবার এবং ৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি

 বুধবার থেকে পাওয়া যাবে টি-২০ সিরিজের টিকিট
৩ মার্চ বৃহস্পতিবার এবং ৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। আফগানদের হোয়াইটওয়াশ করার সূবর্ণ সুযোগ সামনে এসেছিল; কিন্তু শেষ ম্যাচে বাজে ব্যাটিং-বোলিং এবং অমার্জনীয় ক্যাচ মিসিংয়ের কারণে হারতে হলো বাংলাদেশকে। সুতরাং, ২-১ ব্যবধানে সিরিজ জয়েই সন্তুষ্ট থাকতে হলো তামিম ইকবালদের।

ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজ শুরুর অপেক্ষা। আফগানদের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ৩ মার্চ বৃহস্পতিবার এবং ৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

চট্টগ্রামের মত ঢাকার মাঠেও থাকবে দর্শকের উপস্থিতি। তবে, ধারণসংখ্যার কত ভাগ দর্শক উপস্থিতি রাখা হবে, কত পরিমাণ টিকিট বাজারে ছাড়া হবে, সে ঘোষণা বিসিবির পক্ষ থেকে দেয়া হয়নি। যদিও চট্টগ্রামে ওয়ানডে শুরুর আগে বলা হয়েছিল ৫০ ভাগ দর্শককে খেলা দেখার সুযোগ দেয়া হবে।

সেই ঘোষণা ঢাকায়ও যদি বজায় থাকে, তাহলে হয়তো সর্বোচ্চ ১৫ হাজার টিকিট ছাড়া হতে পারে। সে যাই হোক, যে পরিমাণই টিকিট ছাড়ুক, তা পাওয়া যাবে বুধবার থেকে।

বিসিবিকে থেকে জানানো হয়েছে ৫ ধরনের টিকিট ছাড়া হচ্ছে। বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

টিকিটের মূল্য যথাক্রমে

গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০০ টাকা।
ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা।
ক্লাব হাউজ: ৩০০ টাকা।
উত্তর এবং দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা।
পূর্ব পাশের স্ট্যান্ড: ১০০ টাকা করে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom