বিএনপিকে রাষ্ট্রপতির সংলাপে সাড়া দেয়ার আহ্বান হানিফের
আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। সে পরামর্শ আপনারা দিন।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপিকে মিথ্যাচার বন্ধ করে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে সাড়া দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলার মুখ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলে।
হানিফ বলেন, আমরা অনুরোধ করবো এই ধরনের মিথ্যাচার বিভ্রান্তি বন্ধ করে আপনারা মহামান্য রাষ্ট্রপতির আহবানে সাড়া দিন, আপনাদের মতামত সেখানে পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। সে পরামর্শ আপনারা দিন।
আওয়ামীলীগের এই নেতা বলেন, বর্তমান আমাদের মহামান্য রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের জন্য আমাদের দেশে যে গণতান্ত্রিক পদ্ধতি, যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি সেইটা অনুসরণ করে আমাদের সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন। তাদের মতামতে সার্চকমিটি গঠন করে, এবং তাদের দেয়া নাম যাচাই বাচাই করে আমাদের সেই নির্বাচন কমিটি গঠন করা হবে। এইটাই হলো গনতান্ত্রিক, সবচেয়ে উত্তম পন্থা। সেইটাকে নিয়েও বিএনপি আজকে সমালোচনা করছে।
বিএনপি কেন ক্ষমতায় থাকাকালীন নির্বাচন কমিশন গঠন করেনি কেন জানতে চেয়ে হানিফ বলেন, তারা বলছে নির্বাচনে এই সরকারের অধীনে যাবে না। এইটা প্রশাসনের নাটক। এরকম নানা অভিযোগ করে জনগনকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আমরা প্রশ্ন রাখতে চাই আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আপনারা নির্বাচন কমিশন গঠন করেনি কেন? এখন কেন আপনার দাবি করতেছেন।
আর নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আপনারা যে কলঙ্ক তৈরি করে দিয়ে গেছিলেন, সে কলঙ্ক তো এখনো জাতির মনে আছে। ১ কোটি ৩০ লক্ষ ভুয়া ভোটার বানিয়ে ভোটার লিস্ট করেছিলেন। আপনারা এই ধরনের মিথ্যা অপকর্ম গুলো করেছিলেন। সেইটাক ঢাকার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন।
তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে নানা গুরুত্বপুর্ন কাজের মধ্যে সময় পার হয়েছে। তাই এই সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন সম্ভব হয়নি বলে জানিয়েছেন আওয়ামীলীগ এর এই যুগ্ন সম্পাদক। তিনি বলেন, এখন উদ্দোগ্য নেয়া হয়েছে, প্রক্রিয়া চলছে, আমরা আশা করি আগামী বছরের মধ্যে নির্বাচন আইনটি গঠন করতে পারবো।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলার মুখ এর সভাপতি সাইফুল আজম বাশার প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: