ফের ইইউ অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিলো
রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হতাহতের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের তরফে সহানুভূতি প্রকাশ এবং নির্বাচন প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: ঢাকায় সহিংসতা ও প্রাণহানিতে গভীরভাবে মর্মাহত ইউরোপের ২৭ রাষ্ট্রের জোট ইইউ। উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের তরফে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজতে সরকারসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের তাগিদ দেয়া হয়েছে। রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হতাহতের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের তরফে সহানুভূতি প্রকাশ এবং নির্বাচন প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করা হয়। ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন কার্যালয় প্রচারিত ওই বার্তায় বলা হয়, ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন মিশন এবং এর সদস্য দেশগুলো রাজধানীর রাজপথে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। উদ্ভূত পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে পাওয়া।
শনিবার বিএনপি’র মহাসমাবেশ পণ্ড হওয়ার পর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন পুলিশ সদস্য এবং এক যুবদলকর্মী নিহত হন। সেই রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে শনিবার রাতে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেন, আমরা সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে এটাও জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংসতার ঘটনাগুলো আমরা পর্যালোচনা করবো। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে আরও বলা হয়, একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীকে হত্যা ও একটি হাসপাতাল পুড়িয়ে দেয়ার ঘটনা পুরোপুরি অগ্রহণযোগ্য। সেই সঙ্গে সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও গ্রহণযোগ্য নয়।