‘পুষ্পা-২’ মুক্তির তারিখ ঘোষণা
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: জানা গেল বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা-২’ সিনেমা মুক্তির তারিখ। আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা-২’-এর প্রথম পোস্টার। তাতেই প্রায় হইচই পড়ে যায় সিনেমাপাড়ায়। এবার প্রকাশ্যে এলো ‘পুষ্পা-২’- এর মুক্তির তারিখ। আগামী বছরের ১৫ই আগস্ট মুক্তি পাবে এই ছবিটি। ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। আল্লু অর্জুন অভিনীত এই ছবি নজর কেড়েছিল দর্শকের। এই ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি।