পিরোজপুরে ডিবি পরিচয়ে ডাকাতি
আজ মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার শিকদার মল্লিক গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক।
প্রথম নিউজ, পিরোজপুর: পিরোজপুরে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার শিকদার মল্লিক গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক।
ভুক্তভোগীর পরিবার জানায়, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক গ্রামের শিকদার বাড়িতে মঙ্গলবার ভোররাতে ডাকাতির ঘটনা ঘটে। ৫-১০ জন লোক রাতে প্রথমে বাড়িতে ঢুকে ডিবি পুলিশের পরিচয় দেন। তারা বাড়ির ছেলে শরিফুজ্জামান মনি শিকদারের কথা জানতে চান ও কোথায় কী রাখা আছে জানতে চায়। পরে শরিফুজ্জানের মা রওশন আরা হাবিবসহ আরো কয়েকজনকে বেঁধে বাড়িতে থাকা নগদ ৮ লাখ টাকা ও আনুমনিক ৫০ ভড়ি স্বর্ণ নিয়ে যায়। এ নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রওশন আরা হাবিব বলেন, আমি নামাজ পড়ার জন্য উঠে দেখি কয়েকজন লোক ঘরের মধ্যে ঘুরতেছে। তারা কারা জিজ্ঞাসা করলে বলে আমরা ডিবির লোক। তারা আমার কাছে জানতে চায় আপনার ছেলে মনি কোথায় এবং তার কাগজপত্র ও পেনড্রাইভ কোথায়? আমি কিছু না বলায় আমাকে ও বাসার অন্যদের বেঁধে রেখে ডাকাতি করেছে।
তার ছোট ছেলে মনিরুজ্জাসান লিটন শিকদার বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ভাই মনি শিকদার চেয়ারম্যান পদে নির্বাচন করেন। অল্প ভোটে আমরা হেরে গেলে পরে শুরু হয় যত সমস্যা। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কয়েকদিন আগে পুড়িয়ে দেওয়া হলো। এবার আমাদের বাড়িতে ডাকাতি। এমনটা নির্বাচনের আগে কখনোই ছিল না। এ সব ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার চাই। পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews