বোনকে ভিডিওবার্তা পাঠিয়ে যুবকের আত্মহত্যা

ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার একটি বাড়ি থেকে রোববার রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেসবুক ম্যাসেঞ্জারে বোনকে ভিডিওবার্তায় পাঠিয়ে আত্মহত্যা করেছেন নাজমুল হোসেন (৪০) নামে এক যুবক। ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার একটি বাড়ি থেকে রোববার রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নাজমুল হোসেন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বেলতলী বাজারের গোপাল কান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত আসাদ বেপারির ছেলে।

ভিডিওবার্তায় নাজমুল হোসেন বলেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুতে কাউকে দায়ী করব না। একটা খারাপ মানুষ জীবনের তরে বিদায় হয়ে গেছে। আমার মতো কাপুরুষ এত জঘন্যতম মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি জানান, পারিবারিক কলহের জের ধরে নাজমুল হোসেন আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ আরও জানায়, নিহতের বাসায় পরিবারের কাউকে পাওয়া যায়নি। তারা বেড়াতে গেছে। স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom