ইউক্রেনের নিকোপোলে ৬০টির বেশি রকেট হামলা চালিয়েছে রাশিয়া

দক্ষিণ ইউক্রেনের নিকোপোল জেলায় ৬০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী

ইউক্রেনের নিকোপোলে ৬০টির বেশি রকেট হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের নিকোপোলে ৬০টির বেশি রকেট হামলা চালিয়েছে রাশিয়া-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : দক্ষিণ ইউক্রেনের নিকোপোল জেলায় ৬০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। তারা ২৪ ঘণ্টাব্যাপী এ গোলাবর্ষণ চালায়।মঙ্গলবার সকালে ডিনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। রাশিয়া সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ গোলাবর্ষণের ঘটনা ঘটায়। খবর সিএনএনর।

তিনি জানান, রুশ বাহিনী গ্র্যাড ও ভারি কামান দিয়ে মারহানেট সম্প্রদায়ের বেশ কয়েকটি গ্রামে গোলাবর্ষণ করেছে।

তিনি আরও বলেন, তবে রাতে এ গোলাবর্ষণে কেউ হতাহত হয়নি। জরুরি কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন।

উল্লখ্য, রাশিয়ান অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে নদীর ওপারে ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে অবস্থিত নিকোপোল, ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, শুক্রবার থেকে রুশ বাহিনী ওই অঞ্চালে প্রচণ্ড অগ্নিসংযোগ চালায়। এ নিয়ে রাশিয়া ও ইউক্রেন সাম্প্রতিক গোলাগুলোর জন্য একে অপরকে দোষারোপ করেছেন। 

আইএইএর প্রধান সতর্ক করে দিয়েছিলেন, দুই দেশে যে কেউ আগুন নিয়ে খেলছে। তবে এর পরিণতি ভালো হবে না।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom