প্রাচ্যবাদ চর্চায় সতর্কতা কাম্য : ধর্ম উপদেষ্টা

প্রাচ্যবাদ চর্চায় সতর্কতা কাম্য : ধর্ম উপদেষ্টা

প্রথম নিউজ, অনলাইন :  অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওরিয়েন্টালিজম তথা প্রাচ্যবাদ সম্পর্কে অনেকের সম্যক ধারণা নেই। অথচ প্রাচ্যবাদের প্রভাব আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, কলা, আইন, প্রশাসন, রাজনীতি—সব ক্ষেত্রে সচেতন কিংবা অবচেতনভাবে প্রাচ্যবাদে প্রভাবিত সমগ্র মুসলিম উম্মাহ। প্রাচ্যবিদদের সব কিছু যেমন মন্দ নয়, তেমনি অন্ধভাবে প্রাচ্যবিদদের গ্রহণও করা যাবে না।
সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলায় ‘ওরিয়েন্টালিজম ও ইসলাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন আ ফ ম খালিদ হোসেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের প্রকাশিত বইয়ের রচয়িতা ড. মুহাম্মদ সাদিক হুসাইন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, “প্রাচ্যবিদদের চিন্তা-চেতনা যাচাই করে গ্রহণ করতে হবে।
অন্যান্য দেশে এ বিষয়ে যেমন গণসচেতনতা রয়েছে, আমাদের দেশে প্রাচ্যবাদ সম্পর্কে চর্চার অভাব আছে। মুসলমানদের মধ্যে ইসলাম, পবিত্র কোরআন, মহানবী (সা.) সম্পর্কিত বেশির ভাগ ভুল ধারণার জন্ম প্রাচ্যবাদের গর্ভে। ‘ওরিয়েন্টালিজম ও ইসলাম’ গ্রন্থে প্রাচ্যবাদের বিভ্রান্তি সম্পর্কে হাজারো যুগ-জিজ্ঞাসার জবাব মিলবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও ইতিহাসবিদ মোহাম্মদ আবদুল মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. রইছ উদদীন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সাইফুল ইসলাম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী, বিশিষ্ট গবেষক মুফতি মুহীউদ্দীন কাসেমী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের নির্বাহী পরিচালক মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, ব্যাংকার, আইনজীবী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ছাত্র-শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক বরেণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।