পরকীয়া প্রেমিককে হত্যার পর মাটি চাপা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী
মঙ্গলবার দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ ও র্যাব-১২ যৌথ অভিযানে বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রথম নিউজ, জয়পুরহাট: জয়পুরহাটে পরকীয়া প্রেমিককে হত্যার পর মাটি চাপা দেয়ার ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ ও র্যাব-১২ যৌথ অভিযানে বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মোজাম্মেল আলীর ছেলে রেজ্জাকুল ও তার স্ত্রী সাবিনা খাতুন। তারা পাঁচবিবির ধরঞ্জী গ্রামে ভাড়া বাসায় থাকতেন।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, ২২ই এপ্রিল ঈদের দিন সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের মাসুদ রানার ছেলে নাঈম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের তিনদিন পেরিয়ে গেলে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে ২৫ই এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করেন নাঈমের পরিবার।
এরপর ৯ই সেপ্টেম্বর ধরঞ্জী গ্রামের সামছুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রিরা নতুন শৌচাগার নির্মাণের জন্য মাটি খনন করতে যায়। এসময় ওই স্থানে লাউ গাছের নিচের মাটি খুঁড়তে গিয়ে দুর্গন্ধ বের হয়। পরে পুলিশ এসে সেখানে মাটি খুঁড়ে একটি প্যান্ট ও মাথার খুলিসহ হাড়ের স্তূপ উদ্ধার করে। যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করে।
এ ঘটনায় নাঈমের মা ১০ই সেপ্টেম্বর বাড়ির মালিকসহ তিনজনের নামে মামলা করেন। সে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবিনার সঙ্গে নাঈমের পরকীয়া সম্পর্ক ছিল। সেই পরকীয়া সম্পর্কের জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী নাঈমকে হত্যা করে মরদেহ মাটি চাপা দেন আসামিরা।
।