পরীক্ষার দাবিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র, ঢাকার সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় ওই কেন্দ্রের মূল ফটক আটকে রাখে তারা।

পরীক্ষার দাবিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
অবিলম্বে পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা

প্রথম নিউজ,ঢাকা:  সময় মতো পরীক্ষা নেওয়াসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার  সকাল ১০টায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র, ঢাকার সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় ওই কেন্দ্রের মূল ফটক আটকে রাখে তারা।

তাদের দাবিদাওয়াগুলোর মধ্যে রয়েছে—প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পরীক্ষার রুটিন আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা গ্রহণ শুরু করা। পরীক্ষা কার্যক্রম সেমিস্টারের নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত রাখা। আইনের প্রোগ্রামগুলো আলাদা করে আগে ছিল এমন আইন স্কুল যা বর্তমানে স্থগিত আছে—পুনরায় চালু করা।

আইন বিভাগের আন্দোনলরত শিক্ষার্থী ওমর ফারুক জানান, সমস্যা সমাধানের দাবিতে ১৭ দিন আগে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছি। কোনও পদক্ষেপ না নেওয়ায় আন্দোলন করতে বাধ্য হচ্ছি। তিনি আরও জানান, ছয় মাসের সেশন অথচ ৯ মাস পার হলেও পরীক্ষা নিচ্ছে না। ২০১৯ সালের পরীক্ষা এখনও হয়নি। আমরা চরম হতাশায় আছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom