পানিভর্তি ড্রামে ডুবে শিশুর মৃত্যু

 পানিভর্তি ড্রামে ডুবে শিশুর মৃত্যু

প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে পানিভর্তি ড্রামে ডুবে আলী হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে। আলী হাসান ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

ওই শিশুর বাবা মনিরুল ইসলাম জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশু আলী হোসেন। এক পর্যায়ে বাড়ির টিউবওয়েলের পাশে পানিভর্তি ড্রাম নিয়ে গোসল করার সময় ডুবে যায়। বেশ কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে ড্রামে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম হোসেন জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশুটির মরদেহ দাফনের প্রস্তুতি চলেছে।