পটুয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
খেলাধুলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়

প্রথম নিউজ, পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের এ ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছে- চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট গ্রামের ফোরকান বয়াতীর মেয়ে ফাতিমা (৩) ও নয়ারচর গ্রামের মাহবুল হাওলাদারের ছেলে রাফিল (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু ফাতিমা ও রাফিল খেলাধুলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সকাল সাড়ে ১০টায় ফাতিমা ও দুপুর ১২টায় রাফিলের মরদেহ নিজেদের বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তারা মরদেহ উদ্ধার করেন।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ মিজান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ দুটি পরিবারের লোকজন উদ্ধার করে দাফন করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews