পাটুরিয়ায় পারের অপেক্ষায় তিন শতাধিক ছোট গাড়ি
ঢাকা- আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড থেকে গ্রামীণ সড়ক দিয়ে ৫ নম্বর ঘাটে পাঠানো হচ্ছে।
প্রথম নিউজ, মানিকগঞ্জ: ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে। আজ বৃহস্পতিবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে যাত্রীর চাপ বেড়েছে। সকাল ১০টা পর্যন্ত ঘাটে অপেক্ষমান কোনো বাস না থাকলেও পারপারের অপেক্ষায় ছিল তিন শতাধিক ছোট গাড়ি (প্রাইভেটকার ও মাইক্রোবাস)।
ঘাটের যানজট এড়াতে ছোট গাড়িগুলোকে ঢাকা- আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড থেকে গ্রামীণ সড়ক দিয়ে ৫ নম্বর ঘাটে পাঠানো হচ্ছে। সরু রাস্তা দিয়ে ছোট গাড়িগুলোর ঘাটে পৌঁছাতে প্রায় ২-৩ ঘণ্টা সময় বেশি লাগছে। এতে কিছুটা ভোগান্তির অভিযোগ করেছেন যাত্রীরা। তবে বাস যাত্রীরা ঘাটে এসেই ফেরি পার হতে পেরে স্বস্তি জানিয়েছেন। রাজধানীসহ আশপাশের এলাকা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত যারা বাসসহ বিভিন্ন যানবাহনে পৌঁছাচ্ছেন তারাও লঞ্চ ও ফেরিতে নদী পার হচ্ছেন ভোগান্তি ছাড়াই।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট বড় ২১টি ফেরি রয়েছে। এর মধ্যে একটি ফেরি মেরামতের জন্য সাময়িক বন্ধ আছে। বাকি ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে যানবাহনের চাপ বাড়লেও বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই পারাপার হতে পারছে মানুষ। যানবাহনগুলো ঘাটের নিয়ম মেনে চললে আশা করি কোনো ভোগান্তিতে পড়তে হবে না। তিনি আরও জানান, ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ফেরিতে প্রায় ১ হাজার ছোট গাড়ি পার হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews