পাটুরিয়ায় ঘরমুখো মানুষের চাপ
যাত্রীবাহী বাসের চাপ কম থাকলেও ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেট কার ও মাইক্রোবাসের চাপ রয়েছে অনেক বেশি। যাত্রী ও যানবাহন পারাপারে রয়েছে একুশটি ফেরি
প্রথম নিউজ, মানিকগঞ্জ : সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীবাহী বাসের চাপ কম থাকলেও ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেট কার ও মাইক্রোবাসের চাপ রয়েছে অনেক বেশি। যাত্রী ও যানবাহন পারাপারে রয়েছে একুশটি ফেরি। এছাড়া সকাল থেকেই লঞ্চঘাটে যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ জানিয়েছেন, যাত্রী ও যানবাহন পাড়াপারের জন্য পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ছোট, বড় মোট ২১টি ফেরি নিয়োজিত রয়েছে।
এছাড়া পাটুরিয়ায় ৫টি ঘাট সচল থাকায় যাত্রী ভোগান্তি অনেকাংশেই কম। যাত্রীবাহী বাসের সংখ্যা কম থাকলেও ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেটকার, মাইক্রোবাসের চাপ বেশি। এদিকে সকাল থেকেই এ লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews