পিছিয়ে গেল মেয়েদের হকি

পিছিয়ে গেল মেয়েদের হকি

প্রথম নিউজ, অনলাইন:   হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি ডিসেম্বরে ছেলেদের বিজয় দিবস হকি টুর্নামেন্ট টার্ফে গড়িয়েছে। এবার মেয়েদের খেলা আয়োজন করতে যাচ্ছে তারা। 

শুরুতে এই টুর্নামেন্টটি আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের কথা ছিল। তবে নারী হকি টুর্নামেন্টটি এখন সরে গেছে এক মাস। এই আসরকে পিছিয়ে মার্চে নিয়ে যাওয়া হয়েছে। 

ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সে সময় আমাদের পক্ষে মহিলা হকি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়।’ 

কেন এই টুর্নামেন্ট পেছাল, তার পেছনের কারণটা জানালেন তিনি। তার কথা, ‘কারণ এই মেয়েরাই তাদের নিজ নিজ স্কুলের হয়ে খেলে থাকে। তাই টুর্নামেন্ট মার্চে নিয়ে যাওয়া হয়েছে। উইমেনস ডেভেলপমেন্ট টুর্নামেন্টের এই আসর থেকে আমরা নতুন খেলোয়াড় খুঁজব।’

এর আগে গেল মাসে ফেডারেশন আয়োজন করেছিল বিজয় দিবস হকি। সে টুর্নামেন্টের ফাইনালে নৌবাহিনীকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে বিমান বাহিনী।