পাঁচতলা থেকে পড়ে বলিউড পরিচালকের ছেলের মৃত্যু

বলিউড পরিচালক ও অভিনেতা গিরিশ মালিকের ছেলে মান্নান (১৭) পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন

 পাঁচতলা থেকে পড়ে বলিউড পরিচালকের ছেলের মৃত্যু
পাঁচতলা থেকে পড়ে বলিউড পরিচালকের ছেলের মৃত্যু-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বলিউড পরিচালক ও অভিনেতা গিরিশ মালিকের ছেলে মান্নান (১৭) পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। ওই ভবনেই মান্নান তার পরিবারের সঙ্গে বসবাস করতেন বলে জানা গেছে। তার এ অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন গিরিশ। পরে প্রযোজনা এবং পরিচালনার জগতে প্রবেশ করেন। তার পরিচালিত ‘তোরবাজ’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন সঞ্জয় দত্ত।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার (১৮ মার্চ) সকালে বাড়ি থেকে হোলি খেলতে বেরিয়েছিলেন মান্নান। সময়মতোই বাড়ি ফিরেও আসেন। তারপর ওই ভবনের ছাদ থেকে পড়ে যাওয়ার খবর পাওয়া যায়।

দুর্ঘটনার পরপরই মান্নানকে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

‘তোরবাজ’ সিনেমার অন্যতম প্রযোজক পুনীত সিং জানান, আচমকাই এই ঘটনা ঘটে। গোটা পরিবার শোকবিহ্বল। তবে কীভাবে এই ঘটনা ঘটলো, তা আন্দাজ করতে পারছেন না গিরিশ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom