পাকিস্তান যাবে ভারত এশিয়া কাপ খেলতে!

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের মসনদে ব্যাপক রদবদল হচ্ছে। দেশটির ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন রজার বিনি। কিন্তু, তার আগেই কি পরিবর্তনের হাওয়া বইতে শুরু করছে ভারতীয় ক্রিকেট বোর্ডে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হিন্দুস্তান টাইমস জানাচ্ছেঃ সেরকমই ইঙ্গিত মিলেছে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে পারে ভারত। বার্ষিক সাধারণ সভার আগে সমস্ত রাজ্য সংগঠনগুলোকে বিসিসিআই যে নোট পাঠিয়েছে, সেগুলো থেকেই এমন ইঙ্গিত মিলেছে। কারণ সেখানে ভবিষ্যতে যে টুর্নামেন্টগুলো ভারত খেলবে বলে তালিকাভুক্ত করা হয়েছে, সেগুলোর মধ্যে ২০২৩ এশিয়া কাপও যে রয়েছে!
প্রসঙ্গত, অনেক দিন ধরেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। দলদুটোর শুধু দেখা হয় বিশ্ব টুর্নামেন্টগুলোতে। পাকিস্তানেও অনেক দিন যায় না ভারত। যদি সত্যিই রোহিত শর্মারা পাকিস্তানে যান, তাহলে দুই দেশের ক্রিকেটিং সম্পর্কের ক্ষেত্রে সেটি বড় এক মাইলফলক হবে বলে ধারণা করা হচ্ছে। ওদিকে, চলতি বছর শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু, দ্বীপরাষ্ট্রটির সংকটজনক পরিস্থিতির জেরে আরব আমিরাতে এশিয়া কাপ স্থানান্তরিত করা হয়। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে কাপ জেতে ওই শ্রীলঙ্কা-ই।
তবে, আগামী বছরের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কোনও কারণে সেটি না হলে 'ব্যাকআপ অপশন' আরব আমিরাত তো রয়েছেই। কিন্তু, পরপর দুটো বড় টুর্নামেন্টে ওই দেশে ভরাডুবি হয়েছে ভারতের। দেশটির স্লো পিচে তেমন একটা সুবিধা করতে পারেননি ভারতের ব্যাটাররা। তাই তারা আরেকটি বড় টুর্নামেন্টে ওই মরুদেশে খেলতে কতোটা চাইবেন, সে সন্দেহ থেকেই যাচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews