পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশ দল যখন ধুঁকছে, তখন দেশের ক্রিকেটে খানিক স্বস্তি দিচ্ছে নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশের মেয়েরা। দেশটির বিপক্ষে সিরিজ জয়ের ঘটনা এবারই প্রথম। চট্টগ্রামে শর্টার ভার্সনের সিরিজ শেষে এবার লক্ষ্য ওয়ানডে ফরম্যাট। 

আইসিসি ওম্যানস চ্যাম্পিয়নশিপের অধীনে বাংলাদেশে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ খেলবে নাদিয়া দার-আলিয়া রিয়াজরা। ০৪ নভেম্বর থেকে শুরু হবে সিরিজ। ০৭ তারিখ হবে দ্বিতীয় ওয়ানডে আর ১০ তারিখ ছিল তৃতীয় ম্যাচ। সবকটি ম্যাচই হবে ঢাকার মিরপুর শের-এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। 

এদিকে তিন ম্যাচ সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ঘোষিত দলে খুব বড় কোন চমক রাখা হয়নি। নিগার সুলতানা জ্যোতিই থাকছেন অধিনায়ক হিসেবে। নাহিদা আক্তার তার ডেপুটি। ফিটনেস থাকা সাপেক্ষে যুক্ত হবেন সুলতানা খাতুন। এছাড়া স্ট্যান্ডবাই থাকবেন আরও তিন ক্রিকেটার। 

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, সোবহানা মোশতারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া। মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুরশিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশীতা আক্তার নিশি, সুলতানা খাতুন (ফিটনেস থাকা সাপেক্ষে)। 

স্ট্যান্ডবাই: সালমা খাতুন, শরীফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।