পাকিস্তানের নতুন কোচ মোহাম্মদ ইউসুফ
অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দিচ্ছে পিসিবি। খবরটি দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ‘পাকিস্তান অবজারভার’।
প্রথম নিউজ, খেলা ডেস্ক : ফেব্রুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় প্রধান কোচ সাকলাইন মুশতাকের। এখনও নতুন কোচ নিয়োগ দিতে পারেনি পাকিস্তান। এবার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দিচ্ছে পিসিবি। খবরটি দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ‘পাকিস্তান অবজারভার’। পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন শুরু করবেন মোহাম্মদ ইউসুফ। পিসিবি সভাপতি নাজাম শেঠি গত ফেব্রুয়ারিতে জানান, সাবেক প্রোটিয়া ক্রিকেটার এবং কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি করার চেষ্টা চালাচ্ছে পিসিবি। পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবর, মিকি আর্থারের সঙ্গে এখনও সমঝোতায় পৌঁছাতে না পারায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফকে নিয়োগ দেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে কোচিং করানো মিকি আর্থার দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন পাকিস্তানেরও। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দলটির প্রধান কোচ ছিলেন তিনি।
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এর আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ ইউসুফেরও। সাকলাইন মুশতাকের কোচিংয়ের সময় দলের ব্যাটিং কোচ ছিলেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তান অবজারভার জানিয়েছে, মোহাম্মদ ইউসুফের সঙ্গে বেশ কয়েকজন স্থানীয় কোচিং স্টাফকেও নিয়োগ দিচ্ছে পিসিবি। তারা সকলেই আফগানিস্তান সিরিজ দিয়ে কাজ শুরু করবেন। চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে শারজায় হোম সিরিজ খেলবে আফগানিস্তান। আগামী ২৫শে মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ এবং ২৯শে মার্চ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: