নয়াপল্টনে মহাসমাবেশে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

আজ শুক্রবার সকাল ৭টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এই চিত্র দেখা যায়।

নয়াপল্টনে মহাসমাবেশে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

প্রথম নিউজ, ঢাকা: এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ আজ। মহাসমাবেশ  ঘিরে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। বর্তমান সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেনে নেতাকর্মীরা। 

আজ শুক্রবার সকাল ৭টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এই চিত্র দেখা যায়।

ময়মনসিংহ থেকে আসা বিএনপি কর্মী মো. আরিফ বলেন, গতকাল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আসতে কষ্ট হলেও মহাসমাবেশে এসে খুবই ভালো লাগছে। গতকাল রাতেই বের হয়ে এসেছি, সরকারের পতন ছাড়া ঘরে ফিরবো না।

নাহিদ চৌধুরী নামে আরেক ছাত্রদল কর্মী বলেন, বিএনপি সরকার পতনের যে কর্মসূচি দিয়েছে, এর শেষ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েই আমরা ঘরে ফিরবো।

চাঁদপুর থেকে আসা বিএনপি কর্মী মো. জয়নাল খান বলেন, সরকার স্বৈরাচারের রূপ ধারণ করেছে, এই সরকার আর জনগণের সরকার নয়। শুধু বিএনপি কর্মীরাই নয়, সাধারণ মানুষও আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আমরা শেখ হাসিনার পদত্যাগের পূর্বে ঘরে ফিরে যাব না।