নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারের মোটবী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত একজনকে হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার স্থান থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom