নীলফামারীতে ৩০ পিচ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
গ্রেফতার ছাত্রলীগ নেতা নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর চাঁনসাপাড়া গ্রামের ইবরাহীম আলীর ছেলে।
প্রথম নিউজ, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১০টার দিকে হাসপাতাল চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ নেতা নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর চাঁনসাপাড়া গ্রামের ইবরাহীম আলীর ছেলে।
জানা গেছে, লিটন মিয়া মোটরসাইকেলে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট নিয়ে হাসপাতাল চত্বরে এলে কিশোরগঞ্জ থানা পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার বিষয় স্বীকার করেছেন।