নার্সের অবহেলায় শিশুর মৃত্যু
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নার্সের
প্রথম নিউজ, মেহেরপুর: মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নার্সের অবহেলায় নুরুল ইসলাম নামে ৪৫ দিন বয়সী এক শিশু মারা গেছে। শিশু নুরুল জেলার গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের মহিরুল ইসলামের ছেলে। শনিবার দিবাগত রাত ১০টার দিকে শিশু নুরুল ইসলাম মারা যায়। শিশু নুরুল ইসলামের দাদি সবেলা খাতুন জানান গত ৩দিন যাবত শিশু নুরুল মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের ১১ নং কেবিনে চিকিৎসাধীন ছিল। শনিবার রাত ১০ টার দিকে শিশু বিভাগের আয়া অসুস্থ শিশুকে নিয়ে নার্সের রুমে নিয়ে যেতে বলেন। আমি আয়াকে বলি তার অক্সিজেন চলছে কিভাবে নিয়ে যাবো। তখন আয়া জোর করে নাতির অক্সিজেন খুলে দিয়ে আমার নাতিকে নিয়ে নার্সের রুমে নিয়ে যেতে বাধ্য করেন। আমরা তাকে নার্সের রুমে নেওয়ার কিছুক্ষণ পর শিশু মারা যায়।
ওয়ার্ডের আয়া রোকসানা বলেন, নার্স আপা শিশুটিকে নিয়ে আসতে বলেন। সে মোতাবেক আমি অক্সিজেন খুলে শিশু টিকে নার্স আপার কাছে নিয়ে আসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews