কালিগঞ্জে দুর্বৃত্তের আগুনে দাদি-নাতি দগ্ধ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে

কালিগঞ্জে দুর্বৃত্তের আগুনে দাদি-নাতি দগ্ধ
প্রতিকী ছবি

প্রথম নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে ঘরের ভিতরে আগুনে পুড়ে ২ জন ঝলসে গেছে। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এঘটনা ঘটে। শনিবার সরজমিনে গিয়ে জানা যায়, কাজলা গ্রামের আব্দুস সাত্তার সরদার জানান, তার স্ত্রী ফাতেমা খাতুন (৪৫) নাতি নাজমুল ইসলাম (৮) কে নিয়ে ঘরের ভিতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত দেড়টার দিকে ঘরের ভিতরে আগুন জ্বলে উঠলে তার স্ত্রী ও নাতনির চিৎকারে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করে। এসময় তার স্ত্রী ফাতেমা খাতুন ও নাতি নাজমুল ইসলাম আগুনে পুড়ে গুরুতর আহত হয়। সাথে সাথে তাদের খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা পরামর্শ দিলে ঢাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সবুজ নামের একজন শত্রুতামূলক এই আগুন দিয়েছে বলে তারা অভিযোগ করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, এব্যাপারে একটি মামলা হয়েছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom