নামমাত্র লভ্যাংশ ঘোষণা করল মাইডাস ফাইন্যান্স
প্রথম নিউজ, ঢাকা : আবারও নামমাত্র লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের ১ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) ছিল ৬ পয়সা। যা ২০২১ সালে ছিল শেয়ার প্রতি ৫৯ পয়সা। সেই হিসেবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।
এর আগের বছরও শেয়ারহোল্ডারদের নামমাত্র ২ শতাংশ (১ নগদ ও ১ বোনাস) লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর। ওই দিন সকাল সাড়ে ১০টায় এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।
২০০২ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৪ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৫০৭টি। মঙ্গলবার সর্বশেষ প্রতি শেয়ার লেনদেন হয়েছে ১০ টাকায়। ৩১ ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৬০ পয়সা।
এছাড়া শরীয়াহভিত্তিক শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। কোম্পানিটি সংঘস্মারক সংশোধনী এনে এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে শরীয়াহভিত্তিক শাখা খুলতে পারবে বলে জানানো হয়েছে।