নোবেল আবার বিয়ে করলেন

আজ ফারজান আরশী নামক এক তরুণীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছেন গায়ক নিজেই।

নোবেল আবার বিয়ে করলেন

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: আবার বিয়ে করলেন বিতর্কিত কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেল। আজ ফারজান আরশী নামক এক তরুণীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছেন গায়ক নিজেই। এর আগেও আরশীর সঙ্গে একাধিক ছবি প্রকাশ করেছেন নোবেল।

ফারজান আরশী খুলনার একজন ব্লগার। তার স্বামীও ছিলেন একজন ফুড ব্লগার। তবে এবার এই আরশীকেই বিয়ে করলেন নোবেল। তবে আরশী আগের স্বামীকে ডিভোর্সের পর নোবেলকে বিয়ে করেছেন কিনা তা জানা যায়নি। এর আগেও একটি বিয়ে করেছেন কন্ঠশিল্পী নোবেল। তবে বেশিদিন টিকেনি সে বিয়ে।