নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবক গুলিবিদ্ধ
রোববার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে মো. লিমন (২২) নামে এক যুবককে গুলিবিদ্ধ করে স্থানীয় দুর্বৃত্তরা।
প্রথম নিউজ, অনলাইন: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের পূর্ব নুরনগর ব্রিজের ওপর রোববার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে মো. লিমন (২২) নামে এক যুবককে গুলিবিদ্ধ করে স্থানীয় দুর্বৃত্তরা। আহত লিমন বান্দুরা এলাকার মো. ফারুক হোসেনের ছেলে। লিমনের বাবা মো. ফারুক হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে বান্দুরা এলাকার শরীফ ও তার লোকেরা গুলিবিদ্ধ করেছে। তিনি এঘটনায় দোষীদের দ্রুত আটক করার দাবি জানান।
নবাবগঞ্জ থানা পুলিশ এর উপপরিদর্শক অজিত কুমার বলেন, আহত লিমনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।