নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
নেত্রকোনায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার যাত্রী
প্রথম নিউজ, নেত্রকোনা : নেত্রকোনায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার যাত্রী।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের গোহালাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্বধলার ইসবপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাকিব মিয়া (২৫) ও শাহবাজপুর গ্রামের মৃত অবনীকান্ত দেবনাথের ছেলে নিরঞ্জন দেবনাথ (৩৬)।
আহতরা হলেন- বুগী গ্রামের আবদুর গফুরের ছেলে ইজিবাইক চালক আমান উল্লাহ (২৪), আলীপুর গ্রামের আবদুর হেকিমের ছেলে আকসামুল মিয়া (২৮), বরুনা গ্রামের ফারুক আহমেদ (৩২), নওপাই গ্রামের আকিব মিয়া (৩৫)।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে শ্যামগঞ্জ বাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হয়। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী শাকিব মিয়া ও নিরঞ্জন মারা যান। আর চালকসহ আহত হন আরও চারজন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মামলা হয়নি।