নেত্রকোণায় যুবককে গলা কেটে হত্যা
নিহত যুবকের নাম খায়রুল মিয়া (২৯)। তিনি মাখনা গ্রামের মৃত আব্দুস সালেকের ছেলে।
প্রথম নিউজ, নেত্রকোণা: নেত্রকোণার মদন উপজেলায় ধান কাটার কাচি (কাস্তে) দিয়ে গলা কেটে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৫ মে) সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম খায়রুল মিয়া (২৯)। তিনি মাখনা গ্রামের মৃত আব্দুস সালেকের ছেলে।
মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনেছি ধান কাটার ঘটনাকে কেন্দ্র করে কাচি (কাস্তে) দিয়ে গলা কেটে খায়রুলকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews