নতুন লুকে বুবলী
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: একেবারেই নতুন লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সোনালি রঙা ছোট চুল। পরনে হলুদ রঙের পোশাক! নিজেই বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এই লুক প্রকাশ করেছেন। সেখানে অনেকেই কমেন্ট করছেন, এ কোন বুবলী! জানা গেল, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’ ছবিতে এভাবেই দেখা যাবে নায়িকাকে। কমেডি ধাঁচের এই ছবিতে বুবলীর নায়ক রোশান। বর্তমানে ছবির শুটিং চলছে।