গুঞ্জনের মাঝে এবার মুখ খুললেন মধুমিতা
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: রূপালি পর্দার তারকাদের নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে কতো কিছুই না রটে। অনেক সময় আবার এমনটাও শোনা যায় যা রটে তার কিছুটা বটে। কিন্তু কখনো কখনো গ্ল্যামার দুনিয়ার অন্দরের রটনাগুলো সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়ে যায়। ঠিক যেমনটা ঘটলো টলিউডের গ্ল্যামার গার্ল মধুমিতা সরকারের সঙ্গে। বেশ ক’দিন ধরেই টলিপাড়ার ফিসফিসানি মধুমিতার প্রথম হিন্দি ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অভিষেক প্রজেক্টেই হোঁচট। গুঞ্জনের মাঝে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মধুমিতা। এক প্রকার ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। তিনি বলেন, আমার সম্পর্কে যে অভিযোগ সেটা ভিত্তিহীন। যেটা রটেছে আসলে তা না। বাজেট নিয়ে কোনো সমস্যা হয়নি।
ছবির নির্মাতারা শুটের জন্য যে জাগয়াটা পছন্দ করেছিলেন সেটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কারণ বৃষ্টির জন্য সেখানে প্রচুর গাছপালা জন্মেছে। তাই এখন নির্মাতাদের জায়গাটা আর ভালো লাগছে না। শুটের জন্য সঠিক নয় বলে তারা মনে করছেন। সেজন্যই কাজ আপাতত স্থগিত রয়েছে। নভেম্বরেই কাজ শুরু হবে। পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের ‘ফর্জ’ ছবিতে কাজ করতে যাচ্ছেন মধুমিতা। তবে এ নিয়ে অভিনেত্রীর কাছ থেকে কথা না শুনেই নানা অভিযোগ ছড়ানো হয়েছিল, যা তিনি এবার পরিষ্কার করলেন।