নাটকের অধিকাংশ নামই এখন ভালো না- মোশাররফ করিম
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: পর্দায় মোশাররফ করিম মানেই অন্যরকম কিছু। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি- যেখানেই কাজ করেছেন অভিনয়ের ম্যাজিক ছড়িয়েছেন। কিন্তু অবাক করার মতো হলেও সত্যি যে এই অভিনেতা একটা সময় ছেড়ে দিতে চেয়েছিলেন অভিনয়। সম্প্রতি এ বিষয়ে তিনি বলেন, কাজ করতে করতে আমার ক্লান্তি লাগে। তবুও দিনশেষে এটাই উপভোগ করি। অনেকবার ভেবেছি, অভিনয় ছেড়ে দিয়ে অন্য কিছু করবো। কিন্তু অন্য কী আর করবো, সেটা ভাবতে গিয়ে আবার ক্লান্ত হয়ে অভিনয় জগতেই ফিরে আসি। নন্দিত এই অভিনেতা বলেন, আমি খুব একটা গোছানো মানুষ না। তাই একসঙ্গে কয়েকটা কাজ করতে পারি না। একটি কাজ করতে হিমশিম খাই।
আমার টাইম ম্যানেজমেন্টও খুব একটা ভালো না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে ভালোবাসেন। ছোট পর্দায় নাটকের মান নিয়ে নানা সময় প্রশ্ন ওঠে। মানহীন নাটকের জন্য দেশের টিভি চ্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা। নাটকের মানের পাশাপাশি নাম নিয়েও প্রশ্ন উঠেছে। নাটকের উদ্ভট নামের অভিজ্ঞতা নিয়ে মোশাররফ করিম জানান, ‘বিরসকাব্য’ নামের একটি নাটকের শুটিং করলেও প্রচারের সময় দেখেন এটির নাম ‘বউয়ের জ্বালা’! তিনি বলেন, নাটকের অধিকাংশ নামই এখন ভালো না। এ ঘটনাগুলো আমরা ঠেকাতে পারিনি। চেষ্টা করেছি, কিন্তু ঠেকানো যায়নি। আমরা ভিউয়ের জগতে ঢুকে গেছি, যেটাকে অস্বীকার করা যাচ্ছে না। অস্বীকার করার প্রয়োজনও নাই।