নাক সার্জারির কথা স্বীকার করলেন প্রিয়াংকা

নিজের সৌন্দর্য আর গ্ল্যামার ধরে রেখেছেন আগের মতোই। আর তারই ধারাবাহিকতায় নিজের লুক ঠিক রাখতে নানা ধরনের ট্রিটমেন্ট করেন অভিনেত্রী।

নাক সার্জারির কথা স্বীকার করলেন প্রিয়াংকা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তবে এখন নিজেকে বলিউড থেকে আড়াল করলেও হলিউডে ব্যাপক বিচরণ ঘটিয়েছেন তিনি। নিজের সৌন্দর্য আর গ্ল্যামার ধরে রেখেছেন আগের মতোই। আর তারই ধারাবাহিকতায় নিজের লুক ঠিক রাখতে নানা ধরনের ট্রিটমেন্ট করেন অভিনেত্রী। এবার নাক সার্জারির কথা স্বীকার করলেন অভিনেত্রী। নিজের অভিনীত হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর প্রচারের জন্য সম্প্রতি এক অনুষ্ঠানে সাক্ষাৎকারে তিনি জানান, নাকের এক অস্ত্রোপচারের জেরে তার কর্মজীবন প্রায় শেষ হতে বসেছিল। 

প্রিয়াংকা আরও জানান, চিকিৎসকদের পরামর্শ মতো নাসাগহ্বর থেকে পলিপ সরানোর জন্য একটি অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। ওই অস্ত্রোপচারের পরেই ফ্যাসাদে পড়েছিলেন। ভয়াবহ অবস্থা হয়েছিল তার চোখ-মুখের। অবশেষে আরও একটি অস্ত্রোপচার করানোর পরে সমস্যার সমাধান হয়। সেই সময়ে তার সঙ্গে অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন বাবা অশোক চোপড়া। তবে এই প্রথম নিজের কোনো অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন প্রিয়াংকা। কিন্তু সৌন্দর্য বাড়ানোর কারসাজি নয়, স্বাস্থ্য সংক্রান্ত কারণেই নাকের অস্ত্রোপচার করাতে বাধ্য হয়েছিলেন তিনি, তা-ও স্পষ্ট করলেন অভিনেত্রী।